নোয়াখালীর ভাসানচরে গেছেন আরও ১ হাজার ৭৭৬ জন রোহিঙ্গা। তাদের মধ্যে পুরুষ ৪০৪ জন, নারী ৫১০ জন এবং শিশু ৮৬২ জন।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে তারা ভাসানচরে পৌঁছান। চট্টগ্রাম বোট ক্লাব থেকে পাঁচটি জাহাজ করে তাদের ভাসানচরে নেওয়া হয়।
আগামীকাল আরও ১ হাজার ২২২ জন রোহিঙ্গা ভাসানচরে যাবেন।
বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে বাসে করে তাদেরকে চট্টগ্রামে নেওয়া হয়। রাতে চট্টগ্রাম বিএফ শাহিন কলেজ ট্রানজিট ক্যাম্পে রাখা হয় তাদের। সকালে নৌবাহিনীর জাহাজ ১ হাজার ৭৭৬ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়া হয়।
ভাসানচরে দায়িত্বরত নৌবাহিনীর কমোডর আবদুল্লাহ আল মামুন জানান, ভাসানচরে আসা রোহিঙ্গাদের প্রাথমিক শারীরিক পরীক্ষা শেষে ওয়্যারহাউজ-১ এ সমবেত করে ব্রিফ করা হয়। পরে ২৩, ২৪ ও ২৫ নম্বর ক্লাস্টারে স্থানান্তর করা হয় তাদের।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা ভাসানচরে যান।