মঙ্গলবার , ২১ মার্চ ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রৌমারীতে একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২১, ২০১৭ ১০:৪৮ অপরাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে এক সঙ্গে তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন মমতাজ বেগম(৩০)।

মঙ্গলবার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামে নিজ বাড়িতে তিনি সন্তান প্রসব করেন। দিনমজুর মামুন মিয়ার স্ত্রী মমতাজ বেগম।

এদিকে তিন সন্তান প্রসব করায় অসুস্থ হয়ে পড়েন মা মমতাজ। পরে স্বজনরা তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাহাবুল বাশার জানান, সকালে প্রসব বেদনা উঠলে হাসপাতালে না নিয়ে বাড়িতেই প্রসব করানোর চেষ্টা করা হয়। সেখানে তিনটি কন্যা সন্তান প্রসব করেন ওই মা।

তিনি আরও জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রসূতি মায়ের শারীরিক অবস্থা খুবই নাজুক। চিকিৎসকরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবস্থার উন্নতি না হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর হবে।
এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করেন।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি