বুধবার , ২৭ জানুয়ারি ২০২১ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২৭, ২০২১ ৪:৪১ পূর্বাহ্ণ

কয়েক মাস আগে দীর্ঘ দিনের প্রেমিকা মধুরিমার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। শোবিজ অঙ্গনের অন্যদের মতো অভিনেতা অঙ্কুশ হাজরাও শুভেচ্ছা জানান তাদের। পাশাপাশি এও জানান, খুব শিগগির তিনিও বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তবে কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসবেন তা তখন জানাননি।

অঙ্কুশ হাজরা দীর্ঘ ১০ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। তাদের বিয়ে নিয়ে অনেকবারই নানা গুঞ্জন চাউর হয়েছে। এবার নিজেই বিয়ের সময় জানালেন অঙ্কুশ। ভারতীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা বলেন—আগামী ডিসেম্বর মাসে বিয়ে করার পরিকল্পনা রয়েছে। আমরা দুই পরিবার একসঙ্গেই থাকি। এখন শুধু বিয়ের দিনটি চূড়ান্ত করার অপেক্ষা।

 

বাঙালি রীতি মেনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছে রয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার। সাজ-পোশাকেও বাঙালিয়ানার ছোঁয়া থাকবে। ঐন্দ্রিলা একাধিক টিভি ধারাবাহিক নাটকে বউ সেজেছেন। সে কথা মাথায় রেখেই আলাদা ধরনের সাজপোশাকের ইচ্ছা রয়েছে তার। রিসেপশনের দিন এ নায়িকা গাউন পরবেন বলেও জানান এ অভিনেতা।

এদিকে কিছুদিন আগে অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ। ফ্ল্যাটের সামনে নিজের ও ঐন্দ্রিলার নামে বোর্ডও লাগিয়েছেন তারা।

‘ম্যাজিক’ সিনেমায় ঐন্দ্রিলার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—পায়েল সরকার, বিদিপ্তা চক্রবর্তী, দেব শংকর হালদার প্রমুখ। খুব শিগগির মুক্তি পাচ্ছে সিনেমাটি।

 

অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো- ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত