কথা না বললেও শুধু চোখের দৃষ্টিই বলে দিতে পারে মানুষের রাগ, দুঃখ, ভয়,অনুভূতি, ভালোবাসা, অভিমান, সত্যি, মিথ্যের মতো মনের নানা কথা৷ চোখের কোন দৃষ্টি ‘কী’ জানান দেয়, জেনে নিন সেসব কথা৷
চোখের দিকে তাকাও তো !
‘আইন ব্লিক জাগ্ট মেয়ার আলস থাউজেন্ট ভরটে’ জার্মান ভাষার এ কথাটির মানে হলো ‘এক পলক হাজারো শব্দের চেয়েও বেশি কথা বলে’৷ পুরনো এই প্রবাদ বাক্যের সাথে আধুনিক যুগের বিজ্ঞানীরাও একমত৷ অনেক ক্ষেত্রে সব কথা মুখ ফুটে বলার প্রয়োজনও হয়না৷ বিশেষ করে প্রেম -ভালোবাসায় তো নয়ই !
বড় বড় অবাক চোখ
কারো কোনো আইডিয়া বা প্রস্তাব শুনে অবাক হলে তখন মানুষের চোখ বড় হয়ে ভুরু দু’টো ওপরে উঠে যায়৷
অখুশি
আপনার ‘বস’ যদি কোনো কারণে চোখ ছোট করে ভ্রু খানিকটা কুঁচকে ফেলেন, আপনার বুঝতে হবে যে, তিনি আপনার কথায় মোটেই খুশি বা সন্তুষ্ট নন!
নমনীয়
আপনি কিছু বলার সময় যদি আপনার সঙ্গীর দৃষ্টি নীচের দিকে থাকে তাহলে বুঝে নিন সে আর আপনার কথায় আগ্রহী নয়৷ এক্ষেত্রে নিজে কথা না বলে বরং তাকে বলার সুযোগ দিন, দেখবেন পরিস্থিতি পাল্টে যাবে৷
মনঃপূত নয়!
চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, দেখা গেল আপনার ভবিষ্যৎ ‘বস’ কয়েক সেকেন্ড অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে আপনার দিকে তাকিয়ে আছেন৷এ ধরনের দৃষ্টি বা তাকানো সম্পর্কে ব্রিটিশ গবেষকদল জানিয়েছেন, ‘‘আপনি এমন কিছু বলেছেন যে তা তার পছন্দ হয়নি বা আপনার কথায় কিছুটা অবাস্তবতা রয়েছে বলে তিনি মনে করছেন৷’’
প্রেমের প্রথম প্রকাশ
একটু হাসিমাখা মুখে একে অপরের দিকে মিনিটে ছয় থেকে আট বার গভীরভাবে তাকানো বা দৃষ্টি বিনিময় করাকে প্রেমের প্রথম ‘সংকেত’ বলে ধরা হয়ে থাকে৷ আর তখন নাকি মানুষের চোখের মণি খানিকটা বড় হয়ে যায় এবং কিছুটা অবাক করা ভাবও থাকে, যে কারণে তখন তাদের দেখতে আরো আকর্ষণীয় লাগে৷ এ তথ্য জানা গেছে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা থেকে৷
বিরক্তিকর
খুব আগ্রহ নিয়ে সহকর্মীর সঙ্গে আপনার ছুটি কাটানোর গল্প করছেন, কিন্তু তিনি কি সত্যই মনোযোগ দিয়ে আপনার কথা শুনছেন ? ভালো করে তাঁর চোখের দিকে তাকিয়ে দেখুন, যদি তাঁর দৃষ্টি ঘোরাফেরা করে, বুঝে নিন, আপনার কথায় তাঁর তেমন আগ্রহ নেই৷
গোপন করা
অনেকে মনে করেন, সঙ্গী বা অন্য কেউ কিছু লুকাতে বা গোপন করতে চাইলে তার দিকে না তাকিয়ে নীচের দিকে তাকিয়ে থাকে৷ অনেকে এমনটা ভাবলেও তা কিন্তু সব সময় সত্যি নয়৷ এক সমীক্ষায় জানা গেছে, মিথ্যেবাদী প্রায়ই সরাসরি চোখের দিকে তাকিয়ে থেকে প্রমাণ করতে চায় যে সে ‘সত্যি’ কথা বলছে৷