হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সুন্দরবন রেজিমেন্টের ২৫ ব্যাটেলিয়ান এর ‘এ’ এবং ‘বি’ কম্পানি আটটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সরকারি হাতেম আলী কলেজে দরিদ্র এবং শীতার্ত শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। সভাপতিত্ব করেন হাতেম আলী কলেজ এর অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন এ কোম্পানী কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট দরবেশ আলী, বি কোম্পানি কমান্ডার ড. আবদুল বাতেন চৌধুরী,এ কম্পানি সেকেন্ড-ইন-কমান্ড বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক পিইউও ও প্লাটুন কমান্ডার লাবু আনোয়ার, সরকারি বরিশাল কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক পিউও মোঃ ইব্রাহিম,
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া কলেজ, বরিশাল জিলা স্কুল, পিইউও, টিইউও গণ।
অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এর পিইউও সত্য রঞ্জন দাস।