বরিশাল নগরীর লঞ্চ ঘাট ভূমি অফিসের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এসময় তার কাছ থেকে ২৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে তারা। রবিবার সকাল সোয়া ১১টার দিকে র্যাবের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক মাদক ব্যবসায়ী মো. সেরাজুল ইসলাম (২৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন বিনোদনগর এলাকার মো. মোহন আলী মন্ডলের ছেলে।
বিকালে র্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর পোর্ট রোড এবং লঞ্চঘাটের মধ্যবর্তী ভূমি অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের বিশেষ আভিযানিক দল।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মো. সেরাজুল ইসলাম নামের ওই মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। তখন র্যাব সদস্যরা চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ২৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এই ঘটনায় বরিশাল র্যাব-৮ সিপিএসসি’র ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।