মহামারীতে দীর্ঘ বিরতির পর মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার দপ্তর থেকে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে এ নিয়ে টানা তিন সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট নদল।
(Visited ২ times, ১ visits today)