বরগুনার বেতাগীতে এক যুবলীগ নেতার মাদক মামলায় তিন বছরের সাজা হয়েছে। সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা মো.সোহেল হাওলাদার বেতাগীর হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক।
গতকাল মঙ্গলবার (১৯ মঙ্গলবার) বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট মো.রাসেল মজুমদার এ মামলার রায় প্রদান করেন।
জানা যায়, ২০১৭ সালে ৩ জুন ২০পিস ইয়াবাসহ নিজ এলাকায় সোহেলকে গ্রেফতার করেন বেতাগী থানা পুলিশ। পরে ওই সময় বেতাগী থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহীম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেন ও জেল হাজতে প্রেরণ করেন। একমাস পর জামিনে মুক্তি পায় সোহেল। মামলা প্রক্রিয়াধীন থাকায় প্রায় তিন বছর পর মামলা বিচারে উঠলে মঙ্গলবার মামলার রায় হলে তিন বছরের সাজা প্রদান করা হয়। বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগরে হাজতি আসামী হিসেবে রয়েছেন।
এ মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট সেলিনা খাতুন ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বিমল কান্তি গুহু। উভয় পক্ষের যুক্তিতর্কের শেষে জেলা ম্যাজিস্ট্রেট তাকে তিন বছরের স্বশ্রম কারাদন্ড এবং সেই সাথে ৫হাজার টাকা জরিমান করা হয়। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।