আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ভোলার তজুমদ্দিনে মাঠ পর্যায়ের সুফলভোগী খামারীদের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (২০ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে শুরু হওয়ায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সাইফুল আজম প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ২৫ জন খামারী অংশ গ্রহণ করেন।
(Visited ১ times, ১ visits today)