শনিবার , ১৬ জানুয়ারি ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বেতাগী তেল ও চালের বাজারে আগুন !

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৬, ২০২১ ৪:১৭ পূর্বাহ্ণ

বরগুনার বেতাগীতে হাঁট বাজারে শীতকালীণ সবজিসহ পেঁয়াজ ও আলুতে স্বস্তি মিললেও ভোগান্তি বাড়ছে চাল ও ভোজ্যতেলের দামে। এরই মধ্যে বোতলজাত সয়াবিন তেলের দাম লাফিয়ে আরও একদফা বেড়েছে। খোলা তেল ও পাম তেলের দামও বাড়তি। অন্যদিকে নতুন করে দাম না বাড়লেও চালের দাম এখনো নাগালের বাইরে।

উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরু মিনিকেট চাল ৬৫ থেকে ৬৮ টাকা, নাজিরশাইল ৬৫ থেকে ৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে বি-আর আটাশ চালের কেজি ৫২ থেকে ৫৪ টাকা কেজি। মোটা চালের কেজি এখনও ৪৮ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। ভোজ্যতেল বিভিন্ন ব্র্যান্ডভেদে প্রতিলিটার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অপরদিকে বোতলজাত সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৯০ টাকায়। ‘বাজারে পুষ্টি ব্র্যান্ডের পাঁচ লিটারের বোতল ৫৫০ থেকে ৫৬০ টাকা, বসুন্ধরা ৫৭০ থেকে ৫৮০ টাকা এবং রুপচাঁদা বিক্রি হচ্ছে ৫৭৫ থেকে ৫৯০ টাকা পর্যন্ত। বিভিন্ন বাজার ঘুরে ক্রেতাদের এমনই হতাশার খবর মিলেছে।

পৌরশহরের মাতৃ ট্রেডার্সের তেল বিক্রেতা অশোক বাবু বলেন, ‘নতুন করে না বাড়লেও খোলা ও পাম তেলের দাম আগে থেকেই বৃদ্ধি পেয়েছে। খুচরা তেলের কেজি এখন ১২২ থেকে ১২৩ টাকা এবং পাম তেল ১০৮ থেকে ১০৯ টাকা কেজি। বর্তমানে খোলা তেলের এক ড্রাম ১৮৬ লিটার আমাদের কিনতে হচ্ছে ২২ হাজার ২শ টাকায় এবং পাম তেলের এক ড্রাম ১৮৬ লিটার ১৯ হাজার ৭শ টাকায়। সুতরাং কমে বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

খুচরা একাধিক দোকানিরা বলেছেন, ‘সয়াবিন তেলের দাম গত ডিসেম্বর থেকে দফায় দফায় বেড়েই চলেছে। কোম্পানির কাছ থেকে বেশি দামে কিনতে হয় বিধায় খুচরাতেও দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে বোতলজাত তেলের দাম বেড়েছে ৫ টাকা।’

বেতাগী বন্দরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যক্রয় করতে আসা মো. আব্দুস সোবাহান অভিযোগ করেন, বর্তমানে চালের মৌসুম থাকলেও লাগামহীন দাম এবং নিয়ন্ত্রনহীন তেলের দাম নিয়ে খুবই হতাশায় কাটাচ্ছি। ’

দিনমজুর মো. দুলাল মিয়া তার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ‘বোতল তেলের দাম কেনার সামর্থ্য আমাদের নেই। তাই খোলা তেল কিনে খাই। সেটার দামও বেড়েছে। এখন প্রতিলিটার তেল ১২২ টাকা হইছে। এতো দামের তেল কিনে কীভাবে সংসার চালাবো বুঝে পাই না।’

পেঁয়াজের দাম অবশ্য বাজারে আগের চেয়ে কমেছে। এক সপ্তাহ আগে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজের কেজি এখন ৩০ থেকে ৪০ টাকা। অপরদিকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরে। সবজি ও আলুর দামও কমেছে। বেশির ভাগই ২০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে শিম,আলু, শালগম, মুলা, ফুলকপি ও বাঁধাকপি। অন্যান্য সবজির কেজি মিলছে ৫০ টাকার মধ্যে। বিভিন্ন শাকের দামও কমতির দিকে এবং আঁটিপ্রতি পাওয়া যাচ্ছে ৫ থেকে ১০ টাকার মধ্যে।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,‘ নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দাম রাখলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

বরিশালে র‌্যাবের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও চার জনকে কারাদন্ড

জমে উঠেছে আটঘর কুরিয়ানার ভাসমান নৌকার হাট।।

‘মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ’ বরিশালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

বরিশালে সুগন্ধা নদীর ভাঙ্গন প্রতিরোধে চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

রাজশাহী

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুজনের

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ভোলা জেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মননা পেলেন শিক্ষীকা সুলতানা সাথি

ডাঃ কমল কৃষ্ণ কর্মকার স্মরণে নাগরিক কমিটি।।

ভালুকায় ট্রাক উল্টে নিহত ১০ কম ভাড়ার মোহে লাশ হলো ওরা

বরিশালে অবৈধ ইটভাটার ব্যবস্থাপক কারাগারে