বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কমিশনার পদে নিযুক্ত হলেন প্রকৌশলী এ কে এম শহীদুজ্জামান।
গত রোববার রাষ্ট্রপতির এক আদেশে তাকে নিয়োগ দেয়া হয়।
এর আগে তিনি আগে বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর গ্রহণের পর তিন বছরের জন্য কমিশনার পদে চুক্তি ভিত্তিক নিয়োগ পান এই প্রকৌশলী।
এ কে এম শহীদুজ্জামান বিটিআরসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েট ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি। তাঁর বাড়ি ঝালকাঠির গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্রামে।
(Visited ১ times, ১ visits today)