বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নলছিটিতে কাউন্সিলর প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৪, ২০২১ ৫:৫০ পূর্বাহ্ণ

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের (লাভলু) প্রচার মাইক ভাঙচুর ও প্রচার কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুর রহমানের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী লাভলুর পক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুরাগ প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন এলাকায় উট পাখি প্রতীকের প্রচারণা চলছিল। ওই সময় একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফারুক হোসেনের লোকজন প্রচার গাড়ি ও মাইক ভাঙচুর করে। প্রচার গাড়িতে থাকা লাভলুর কর্মীরা এতে বাঁধা দিলে তাদেরকেও মারধর করা হয়। এরআগে ওই প্রার্থীর লোকজন বিভিন্ন জায়গায় সাঁটানো লাভলুর উট পাখি প্রতীকের পোস্টার ছিড়ে তা পুড়িয়ে ফেলেন।

অভিযোগের বিষয়ে কাউন্সিলর প্রার্থী মো. ফারুক হোসেন বলেন, ‘আমার পক্ষে গণজাগরণ দেখে ওই কাউন্সিলর প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন।’

সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুর রহমান বলেন, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি