রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
শততম টেস্টের জয়ের স্বাদই পেলো টাইগাররা।বাংলাদেশ নিজেদের ক্রিকেটের ইতিহাসে শক্তিশালী দল হিসেবে তার অবস্থান করে নিচ্ছে।শততম ওয়ানডে ম্যাচেও জয় পেয়েছিল টাইগার বাহিনী।ভারতকে হারিয়ে তারা সেই ম্যাচটি উদযাপন করেছিল। এবার শততম টেস্টেও জয়ের স্বাদই পেয়েছে টাইগাররা।এবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কলম্বোর পি সারা ওভালে স্বাগতিকদের বিপক্ষে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ। আর এতে ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরেই লিখে রাখল মুশফিকবাহিনী।
জয় উৎযাপন করতে থেমে নেই টাইগার ভক্তরা।দেশের বিভিন্ন জায়গার মত বরিশালের ব্রজমোহন কলেজ (বিএম কলেজে) অনুষ্ঠিত হয় এক অানন্দ র্যালির ।আজ সকাল ১১:০০টায় শহীদ মিনার গেট সম্মুখে থেকে এক বিশাল র্যালি কলেজের বিভিন্ন জায়গা প্রদক্ষিন করে।র্যালি অায়োজন করেছে সরকারি বিএম কলেজের ছাএ-শিক্ষক-কর্মচারীবৃন্দে।টাইগার ভক্ত মারুফ হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তার অবস্থান করে নিচ্ছে।জয়ের ধারা ধরে রাখলে একদিন র্যাংকিং এ এক নম্বর অবস্থানে পৌছাবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম,মো: মারুফ হোসেন,সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড(বিএম কলেজ শাখা)