বুধবার , ১৩ জানুয়ারি ২০২১ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ভূমিহীন ও গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৩, ২০২১ ৩:২৯ পূর্বাহ্ণ

মোঃ শাহাজাদা হিরা
মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আজ ১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলার চাদঁসী ইউনিয়ন মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভূমি কর্মকর্তা আরিফুর রহমান প্রিন্স, গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আহসান হাবিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শেরালে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণে যান জেলা প্রশাসক বরিশাল সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া মোঃ আবুল হাশেম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আগৈলঝাড়া আবদুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা মোঃ রফিকুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মোশারফ হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের থাকার জন্য ঘর নির্মাণ করা হবে। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বরিশাল জেলার গৃহ নির্মাণ কাজ এগিয়ে চলছে শেষে হলেই আনুষ্ঠানিক ভাবে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে ডিজিটাল বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না।
(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি