গত ১১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর কালী বাড়ি রোড ধর্মরক্ষিণী সভাগৃহে বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ বরিশাল জেলার উদ্যোগে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
বরিশাল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার দাস মনা এর সভাপতিত্বে ও বরিশাল জেলা পূজা উৎযাপন পরিষদের প্রচার সম্পাদক গোবিন্দ সাহা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাডঃ দিলীপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, ১৬.১৭.১৮ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর গায়ত্রী সরকার পাখি, বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার, বরিশাল মহানগর পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাডঃ স্বপন কুমার দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক কমল দাস শুভ, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব সিংহ, পাষাণময়ী কালী মন্দির পূজা উৎযাপন পরিষদের উপদেষ্টা আদনান হোসেন অনি, সভাপতি তাপস কর্মকার প্রমুখ।