জানুয়ারি শুরুর পর থেকে তাপমাত্রা বেড়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা চলে গেছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে জানুয়ারি মাস শুরুর পর থেকে শৈত্যপ্রবাহেরও দেখা নেই। আগামী তিন দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তারা বলছে, আজ সারাদেশে রাতের এবং শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরের দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তার পরের পাঁচদিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।