জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।
মঙ্গলবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব আব্দুল্ল্যাহ্ আল মোতাহ্সিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইডিয়া প্রকল্প পরিচালক বিএ-৩৮০৪ ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে (এনডিসি, পিএসসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব (বিধি অনুযায়ী কার্যভার ভাতাসহ) প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ প্রদান করা হলো এবং ইহা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে আইডিয়া প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়।
একই দিন নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েihrছিলো বিদ্যুৎ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম হুমায়ুন কবীরকে। কিন্তু তার একদিনের মাথায় মো. ফজলুল কাদেরকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করল ইসি।
এর আগে গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলামকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান নিয়োগ করা হয়।