বুধবার , ৬ জানুয়ারি ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে বাজার তদারকিঃ আগৈলঝাড়া উপজেলায় ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৬, ২০২১ ২:৪০ পূর্বাহ্ণ

আগৈলঝাড়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত  এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আবুল হাসেম ।

০৫ই জানুয়ারী বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা স্যারের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরিশাল স্যারের সার্বিক নির্দেশনায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে আগৈলঝাড়া সদর ও গৈলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা এবং খাদ্য পণ্যে ক্ষতিকারক উপাদান ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০,৫০০/-জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।অভিযান চলাকালে চাল,ডাল, আলু,পিঁয়াজ,রসুন,তেল,চিনি, আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার এবং আগৈলঝাড়া থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি