রির্পোটঃমোঃ শাহাজাদা হিরা.
সিনিয়ার স্টাফ রির্পোটার.
গতকাল ২০ মার্চ ২০১৭ সোমবার সনাক, বরিশাল এর উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় অশ্বিনী কুমার হলে ২০ ও ২১ মার্চ (সোম ও মঙ্গলবার) দু’দিন ব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়েছে। বেলুন উড়ানোর মাধ্যদিয়ে ২ দিন ব্যপি তথ্য মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল-২ আসনের মাননীয় সাংসদ সদস্য এ্যাড তালুকদার মোঃ ইউনুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. রুহুল আমিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রাবেয়া খাতুন, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল। মেলা উদ্বোধন শেষে “তথ্যই শক্তি: জানাবো জানবো, দুর্নীতি রুখবো” এই স্লোগান নিয়ে একটি দুর্নীতিবিরোধী র্যালি অশ্বিনী কুমার হল থেকে শুরু করে সদর রোড হয়ে মেলার ভেন্যুতে এসে শেষ হয়। র্যালি শেষে মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সনাক সদস্য প্রফেসর শাহ্ সাজেদা এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে “দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন এর ভূমিকা” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সদস্য সাবেক যুগ্ম সচিব প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাননীয় সাংসদ এ্যাড তালুকদার মোঃ ইউনুস তিনি বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে হবে এবং তথ্য প্রত্যাশি ও তথ্য প্রদানকারীর মধ্যে সেতুবন্ধন সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে আমাদের সবাইকে প্রচার প্রচারনা চালাতে হবে পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি এস. এম. রুহুল আমিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রাবেয়া খাতুন, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল। এছাড়া বক্তব্য রাখেন স্বজন সদস্য ও আইসিডি এর নির্বাহী পরিচালক জনাব আনোয়ার জাহিদ, প্রফেসর সাইদুন্নেছা লায়লা এবং টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার-সিই জনাব মোঃ ফিরোজ উদ্দীন। আলোচনা শেষে সম্মানিত অতিথিবৃন্দ তথ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দুইদিনব্যাপী মেলায় রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক তাদের প্রতিষ্ঠানিক তথ্য ভান্ডার উপস্থাপন, সনাক এর ইয়েস গ্রুপ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক/স্টল থেকে তথ্য অধিকার আইন সম্পর্কে ওরিয়েন্টেশন প্রদানের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে তথ্য প্রাপ্তির জন্যে কিভাবে আবেদন করতে হয় তার ফরম পূরণের কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, তথ্য মেলা ও তথ্য অধিকার আইন বিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। দুইদিন ব্যপি তথ্য মেলার সমাপনি হবে ২১ মার্চ।
(Visited ৪ times, ১ visits today)