মঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৫, ২০২১ ২:১৩ পূর্বাহ্ণ

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা (বাদামতলা) এলাকায় মটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই কামরুল ইসলাম হিমু (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (৪ জানুয়ারী) বিকেলেএ ঘটনা ঘটে। এ ঘটনায় মটরসাইকেল চালক রানা গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হিমু রাজাপুর উপজেলার সরকারী কলেজ এলাকার মৃত খন্দকার মোজাম্মেল হোসেনের ছেলে ও আল-আরাফা ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার কর্মকর্তা।

নিহতের পরিবার জানান, ব্যাংক থেকে মোটর সাইকেল যোগে রাজাপুরে যাওয়ার পথে ছত্রকান্দা নামক স্থানে আসলে পেছন থেকে পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় হিমু। স্থানীয় কামাল সিকদার জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে লোকজন এসে রাস্তায় লাশ পরে থাকতে দেখে। তবে দুর্ঘটনা কিভাবে হয়েছে তা কেউ দেখেনি। তবে একটি ট্রাক ওই সময় ঘটনাস্থলের দিক থেকে রাজাপুরের দিকে গেছে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি