বরিশালের সদ্য পদোন্নতি পাওয়া ও বিদায়ী জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানকে সংবর্ধনা দিয়েছে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। শনিবার সকালে মাধবপাশায় ঐতিহাসিক দুর্গাসাগর দীঘি পরিদর্শন আসলে জেলা প্রশাসকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা জানান উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, যুগ্না আহবায়ক মোঃ ছিদ্দিকুর রহমানসহ নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, ফরচুন গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান প্রমুখ। বর্তমান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসবে নিয়োগ দেওয়া হয়েছে।
(Visited ৪ times, ১ visits today)