শাকো
জসিম উদ্দীন জাফর
শাকো’র ওপার বাড়ি মোদের
শাকো’র ওপার ঘর।
একই গাঁয়ে থাকি মোরা
তবু যেন পর।
শাকো পারহই ভয়ে থাকি
কি যেন কি হয়।
পা পিছলে পরেগেলে
আরতো ওঠার নয়।
শাকো দেখলে অনেক লোকের
হাটু সহ কাপে।
সেই শাকোটি আমরা পারহই
সকাল বিকেল শাজে।
চার দিকে ঝিলের পানি
বাড়ি খানা মাঝে।
ঘর থেকে বাহির হইনা
খুব না ঠেকি কাজে।
-0-
(Visited ২০ times, ১ visits today)