রিপোর্ট : জাকারিয়া আলম দিপু
গত ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো নবান্ন উৎসব|মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এ সারা বাংলাদেশে নবান্ন উৎসব পালনের সিধান্ত নেয় মন্ত্রীপরিষদ বিভাগ|বরিশালের দুর্গা সাগরে নবান্ন উৎসবের আয়োজন করছিল|আয়োজন করে জেলা প্রশাসন,বরিশাল|সহযোগিতা করে সিটিজেন জার্নালিষ্টবৃন্দ।সাংস্কৃতি অনুষ্ঠানের মাঝে ,বরিশাল – সমস্যা ও সম্ভাবনা‘ ফেসবুক গ্রুপের ৫০,০০০ সদস্য উদযাপন করা হয়।বরিশাল সিটিজেন জার্নালিস্ট টিমককে কাজের স্বীকৃতি স্বরূপ পরের দিন ১৬ নভেম্বর ২০১৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শীর্ষ তিন কর্মকর্তা, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব স্বাক্ষরিত সনদের মাধ্যমে সিটিজেন জার্নালিস্ট টিম বরিশালকে সরকারি স্বীকৃতি জানিয়ে সম্মাননা প্রদান করেছে।আনন্দের খবর দিয়ে জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান বিপিপিতে পোষ্ট করেন।
পোষ্টটি হলো
গৌরবময় সরকারি স্বীকৃতি প্রাপ্তিতে হোক দায়িত্ববোধের গণজাগরণ
‘বরিশাল – সমস্যা ও সম্ভাবনা’ ফেসবুক গ্রুপের ৫০,০০০ + সদস্য উদযাপনের পর দিন ১৬ নভেম্বর ২০১৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শীর্ষ তিন কর্মকর্তা, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব স্বাক্ষরিত সনদের মাধ্যমে সিটিজেন জার্নালিস্ট টিম বরিশালকে সরকারি স্বীকৃতি জানিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। এই গৌরবময় সরকারি স্বীকৃতি প্রাপ্তিতে গ্রুপের সম্মানিত সিটিজেন জার্নালিস্ট তথা সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি।
স্বীকৃতি প্রদানকারী মহোদয়গণের প্রতি বরিশালের পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বাংলাদেশে প্রথম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সিটিজেন জার্নালিস্ট টিম বরিশালের সকল সদস্যের মাঝে গৌরববোধের সঙ্গে সঙ্গে দায়িত্ববোধের গণজাগরণ কামনা করছি।
ড. গাজী মোঃ সাইফুজ্জামান
জেলা প্রশাসক
বরিশাল
১৬.১১.১৬