রির্পোটঃএইচ আর হীরা ।।
তুচ্ছু ঘটনা নিয়ে নগরীর ২৭নং ওয়ার্ডের রুইয়ার পোলের ব্যবসায়ী সোহেল গাজীর বসত ঘরে হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। হামলার শিকার সোহেল ও স্থানীয় সূত্রে জানাযায়, রুইয়ার পোলের মুদি দোকানি সোহেল গাজী দুপুরে দোকান বন্ধ করে বাসায় ফিরে গোছলের উদ্যেশে বের হয়। এ সময় আগে থেকেই কল ঘাটে উপস্থিত স্থানীয় এক মহিলার সাথে সামান্য কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সোহেল গাজী ঘরে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ঐ ঘটনার জের ধরে বেলা ৩ টায় স্থানীয় রাজিব তার ২ পুত্র যথাক্রমে মাসুম ও মাসুদ সহ অজ্ঞাত ৩/৪ ব্যক্তি অতর্কিতে সোহেলের বাসায় হামলা করে ঘরে থাকা আসবাব পত্র ভেঙ্গে ফেলে এবং সোহেলকে আহত করে আলমারীতে রক্ষিত ৬৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরবর্তীতে বন্দর থানা পুলিশ সহ স্থানীয় কাউন্সিলর ঘটনা স্থল পরিদর্শন করেন। অভিযোগ সম্পর্কে স্থানীয় কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। উভয় পক্ষকে ডেকে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।