বরিশাল নগরীর কাশিপুর এলাকায় চাঁদাবাজীকালে এক ভূয়া সাংবাদিককে গনধোলাই দেয়ার খবর পাওয়া গেছে।
ওই ভূয়া সাংবাদিকের নাম নাহিন ভূঁইঞা। সে কাশিপুর এলাকায় সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার কাশিপুর বাজার সংলগ্ন ব্যারিস্টার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
গনধোলাইর পর ভূয়া সাংবাদিক নাহিন ভূইঞাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, নাহিন ভূইঞা নামের ওই যুবক একটি অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার পরিচয় দিয়ে কাশিপুর এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে উত্যক্ত করতো। ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা নেয়া ছিলো তার নিত্যপেশা। এছাড়া তার নিজেরই ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনীও রয়েছে। যারা তাদের কথা না শুনতো তাদের মারধর করতো। বৃহস্পতিবার এই গ্রুপ কাশিপুর এলাকায় সশস্ত্র মহড়াও দেয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী সংঘবদ্ধ হযে ভূয়া সাংবাদিক নাহিনকে গনধোলাই দেয়।
এলাকাবাসী শাওন ইসলাম ও নওরোজ মাহামুদ বলেন, এই গ্রুপটি এলাকায় মাদক কেনা বেচার সাথেও জড়িত।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ বিন আলম জানায়, বিষয়টি ভালোভাবো অবগত আছি, নাহিন নামের ছেলেটি হাসপাতালে ভর্তি আছে, আমরা জানতে পেরেছি সে নেশাগ্রস্থ। উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।