ভোলা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই উৎসব ২০২১ পালিত হয়েছে। সামাজিক দুরত্বের নির্দেশনা মেনে শুক্রবার উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসায় এ উৎসব পালন করা হয়।
শুক্রবার সকাল ১০টায় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তহমিনা বেগম ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠানের বই উৎসব শুভ উদ্ভোধন করেন।
এছাড়া বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বই বিতরনের মাধ্যমে প্রাইমারি পর্যায়ে বই উৎসবের উদ্ভোধন করেন।
বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তহমিনা বেগম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব মেনে প্রতি ক্লাশের জন্য তিন দিন সময় নির্ধারন করে বই বিতরন করা হবে।
(Visited ২ times, ১ visits today)