২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে দিনব্যাপি সরকারি যানবাহন অধিদপ্তরাধীন জেলাপুল, বরিশালে কর্মরত গাড়িচালক, স্পিডবোট চালক, মেকানিক ও হেলপারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল গৌতম বাড়ৈঐ, সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাসসহ প্রশিক্ষণার্থী গাড়িচালক ও মেকানিক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ড্রাইভিং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।