২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল কারাগারের বন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বই-পুস্তক ও টেলিভিশন এবং শীতবস্ত্রসহ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক এসএম ইকবাল, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সনাক সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা এবং বনতলা মুর্শিদা। অনুষ্ঠানে কারাবন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বই-পুস্তক ও টেলিভিশন এবং ১শ বন্দির মাঝে শীতবস্ত্র (কম্বল) ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।