রবিবার , ১৯ মার্চ ২০১৭ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বর্তমান সরকার নারী বান্ধব সরকার ॥প্যানেল স্পীকার

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ১৯, ২০১৭ ১০:১০ অপরাহ্ণ

রির্পোটঃএইচ আর হীরা ॥

জাতীয় সংসদের প্যানেল স্পীকার সাদামনের মানুষখ্যাত এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই কেবল নারী বান্ধব সরকার। তাই প্রধানমন্ত্রীর অনুপ্রেরনায় পুরনোসব বাঁধা ডিঙ্গিয়ে নারীরা আজ ঘর থেকে বের হয়ে আসতে পেরেছে। নারীদের আরও নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে, পিছনে ফিরে যাবার আর কোন সুযোগ নেই। এদেশের নারীদের আরও জাগ্রত হবার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘ ৪৭ বছর বঙ্গবন্ধুর খুনিরা দেশ শাসন করে দেশকে পিছনে ফেলে দিয়েছে। আওয়ামীলীগ সরকার গঠণ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সর্বদিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রবিবার সকাল দশটায় বরিশাল টাউন হলে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস আরও বলেন, আজ দেশে নারী-পুরুষ সমান তালে কাজ করার অবদানে আমাদের দেশ ও আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দেশের নারীদের আরও জাগ্রত হতে হবে। “নারী-পুরুষ ক্ষমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” শ্লোগানকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে উদ্বোধণী সভার শুরুতে প্রধান অতিথি শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও মমের প্রজ্জলনের মাধ্যমে মেলার উদ্বোধণ করেন। আভাস সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রাশিদা বেগম, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, নারী নেত্রী কহিনুর বেগম, মাকসুদা আক্তার মিতু, রেশমী বেগম, নারী উদ্যোক্তা বিলকিস আহমেদ লিলি, ডাঃ বনলতা মোর্শেদা প্রমুখ। মেলার দ্বিতীয় পর্বে বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় নারী উদ্যোগক্তাদের তৈরী বিভিন্ন পসরা নিয়ে ২১টি স্টল বসেছে।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি