টিকার তোড়জোড়ের মধ্যেই করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। করোনায় মৃত্যু সাড়ে ১৭ লাখ ছাড়িয়ে যাওয়ার পথে।
ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১৭ লাখ ৪৯ হাজার ৪২৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে আরও ১১ হাজার ৭২২ জনের। একই সময়ে আরও প্রায় ৬ লাখ সাড়ে ৬৫ হাজার শনাক্তে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৭ কোটি ৯৭ লাখ সাড়ে ৩১ হাজার।
সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ লাখ ৯৩ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৩৫ জনের। এ নিয়ে মোট সংক্রমণ ১ কোটি ৯১ লাখ ১১ হাজার ছাড়িয়েছে আর মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৩৭ হাজারে।
এদিকে করোনার নতুন স্ট্রেইন (ধরন) ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রে একদিনে আরও প্রায় ৩৯ হাজার জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে আরও ৫৭৪ জন। এনিয়ে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ ২১ লাখ সাড়ে ৮৮ হাজার আর মৃত্যু ৬৯ হাজার সাড়ে ৬শ’ ছাড়িয়ে গেছে।