শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে তোফায়েলের আর্থিক সহায়তা বিতরণ

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২৬, ২০২০ ২:০৯ পূর্বাহ্ণ

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৪ ব্যবসায়িদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার বিকেলে জংশন বাজারের মৌলভীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোলা-১ আসনের সাংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্জ্ব তোফায়েল আহম্মেদের পক্ষে জেলা ও উপজেলা নেতাকর্মীরা এ সহায়তা বিতরণ করেন।

 

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোশারেফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,

 

উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান হাছনাইন আহমেদ হাছান, ইউনিয়ন আ.লীগ সভাপতি আলহাজ্ব শাহজাহান বেপারী, সাবেক সভাপতি মিয়া সিরাজ, সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল, সিনিয়র-সহ সভাপতি সোহরাওয়ার্দী মাষ্টারসহ জেলা উপজেলা ও ইলিশা ইউনিয়নের নেতাকর্মী ও ব্যবসায়িরা।

 

এসময় উপস্থিত নেতাকর্মীদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সমবেদনা জানিয়ে তিনি বলেন, পর্যাক্রমে স্থানীয় প্রশাসক ও উপজেলা নেতাকর্মীরা আরও সহায়তা বিতরণ করবেন।

 

উল্লেখ, গত বুধবার (২৩ ডিসেম্বর) জংশন বাজারে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ারসার্ভিসের ঘন্টাব্যাপী অভিযানের পর আগুন নিয়ন্ত্রণে আসে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি