২০ ডিসেম্বর রোববার দুপুর ২টায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশালের সম্মেলন কক্ষে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
শুরুতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয় এসময় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান একটি শুভেচ্ছা কেক তুলে দেন বরিশাল দেশ রূপান্তর পত্রিকার বরিশাল প্রতিনিধির হাতে। অনুষ্ঠানের শুরুতে দেশ রূপান্তরের প্রতিনিধি সাইফুর রহমান মিরণ সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। এরপর দেশ রূপান্তরের এগিয়ে চলায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল জেলা আইনজীবী সমিতির জিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহম্মেদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সমকাল পত্রিকার ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, চ্যানেল আই প্রতিনিধি শাহিনা আজমীন, দৈনিক প্রথম সকালের প্রকাশক-সম্পাদক কাজী আল মামুনসহ আরও অনেক। পরে সবাইকে সাথে নিয়ে দেশ রূপান্তরের সাফল্যের ২ বছর ফুলের শুভেচ্ছা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়।
(Visited ৩ times, ১ visits today)