মোঃ শাহাজাদা হিরা:: ২০ ডিসেম্বর রবিবার দুপুর আড়াইটার দিকে দৈনিক ভোরের আলো পরিবার এর আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে করোনাকালে বরিশালে অনন্য অবদান রাখায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানকে গণমাধ্যমকর্মীরা আগামীর শুভেচ্ছা জানায়। আগামীর সম্ভাবনার পথে তাঁর সমৃদ্ধি কামনা করে গণমাধ্যম, সংস্কৃতি, পেশাজীবী এবং সাধারণ মানুষের একজন হয়ে কাজ করায় তাঁকে ওই সম্মান জানানো হয়। শুরুতে বরিশালের গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর ভোরের আলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয় গণমাধ্যমকর্মীরা। এসময় বদলীজনিত কারণে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর বরিশাল থেকে চলে যাওয়াকে চলে যাওয়া হিসেবে দেখতে চান না বরিশালের গণমাধ্যম। তিনি কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে দেশের উন্নয়নে তার এই ধারাবাহিকতা ধরে রাখবেন বলে তাঁকে আগামীর শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, বরিশাল জেলায় দুই বছরেরও বেশি সময় কাজ করতে গিয়ে বেশি সহযোগিতা পেয়েছি গণমাধ্যমের কাছ থেকে। উন্নয়ন কর্মকান্ড এবং সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে নিরন্তরভাবে গণমাধ্যম পাশে থেকে সহযোগিতা দিয়েছে। সম্মিলিতভাবে বরিশালের উন্নয়নে কাজ করলে স্বল্প সময়ের মধ্যে বরিশাল সম্ভাবনার বরিশাল হবে।
অনুষ্ঠানে বরিশালের জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বরিশালের উন্নয়নে নিবেদিতপ্রাণ ছিলেন। বিশেষ করে তিনি করোনার সময় ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে থেকেছেন। অসহয়া মানুষ যাতে সরকারের দেওয়া সহযোগিতা দ্রুত পেতে পারে তার জন্য নিরলসভাবে কাজ করেছেন। সামাজিক, সাংস্কৃতিকসহ সকল কাজে তিনি সর্বাত্মক ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করেছেন। বদলীজনিত কারণে তিনি বরিশাল থেকে চলে যাচ্ছেন। তবে তিনি যে কর্মোদ্দীপনা দেখিয়েছেন তাতে আগামীতে তার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে। তিনি যেখানেই যাবেন বরিশালের উন্নয়নে তার সাধ্যমত যেন সহযোগী হয়ে থাকেন এই আহ্বান জানান গণমাধ্যম ব্যক্তিত্বরা।
অনানুষ্ঠানিক ব্যতিক্রমী ওই আয়োজনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সম্ভাবনার পথ আরো সুগম হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য দেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল জেলা আইনজীবী সমিতির জিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহম্মেদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সমকাল পত্রিকার ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল আই প্রতিনিধি শাহিনা আজমীন, জ্যেষ্ঠ সাংবাদিক গোপাল সরকার, আঞ্চলিক দৈনিক মতবাদের প্রকাশ আবদুর রাজ্জাক ভূইয়া, দৈনিক আজকের বার্তার জিয়াউদ্দিন বাবু, আঞ্চলিক দৈনিক প্রথম সকালের প্রকাশক-সম্পাদক কাজী আল মামুন, সাংবাদিক মিজানুর রহমান, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি গিয়াস উদ্দিন সুমন, ডিবিসি নিউজের প্রতিনিধি অপূর্ব অপু, জাকির হোসেন, বণিক বার্তার প্রতিনিধি এম মিরাজ হোসাইন, চ্যানেল-২৪ ফোর বরিশাল প্রতিনিধি প্রাচুর্য রানা, দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক এম মিরাজ, বার্তা সম্পাদক তন্ময় নাথ, সুকান্ত অপিসহ প্রমূখ।
(Visited ৩ times, ১ visits today)