বৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে বৃটিশ নাগরিক লুসি হল্টের জন্মদিন পালন করলেন জেলা প্রশাসক

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১৭, ২০২০ ২:১৩ পূর্বাহ্ণ

মোঃ শাহাজাদা হিরা:: যুদ্ধের সময় যশোরের ফাতেমা হাসপাতালে থেকে সেবা দিয়েছিলেন যদ্ধাহতদের। পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশে চিঠি লিখে বাংলাদেশের স্বাধীনতায় সমর্থন আদায়ে চেষ্টা করেছিলেন বৃটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্টিস হল্ট সেই লুসি হল্টের আজ ৯০ তম জন্মদিন। এ উপলক্ষে বরিশালের জেলা প্রশাসন তাকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি কেক, ফুল, ফল নিয়ে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান লুসির বর্তমান আবাসস্থল বরিশাল নগরের অক্সফোর্ড মিশনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় লুসি অবেগআপ্লুত হয়ে পরেন তিনি।
তার জন্মদিনের তারিখ মনে রেখে প্রশাসন শুভেচ্ছা জানানোয় অভিভূত হন তিনি। তিনি জানান, বাংলাদেশ প্রতিষ্ঠার দিনে তারও জন্মদিন এটা তিনি গৌরববোধ করেন। জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, মানব দরদি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু লুসির যে কোন প্রয়োজনে পাশে থাকতে চান তারা। লুসির বাংলাদেশে নাগরিকত্ব প্রদানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার স্বপ্ন পূরণ করেছেন। প্রসঙ্গত, লুসি হল্ট বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছিলেন দীর্ঘ বছর।
বিষয়টি নিয়ে ২০১৬ সালের ডিসেম্বরে গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরপরই লুসির কর্মময় জীবনের জন্য দেয়া হয় নাগরিক সংবর্ধনা। পরে ২০১৮ সালে সরকার প্রধান লুসিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। আজ জেলা প্রশাসক লুসি হল্টকে আর্থিক সহযোগিতা করেন পাশাপাশি তাকে খুব দ্রুত বয়স্ক ভাতার কার্ড দেয়ার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, ডিবিসি নিউজ এর বরিশাল প্রতিনিধি অপুর্ব অপুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত