মাসতুত ভাই
……………আর-এম।
চোরে চোরে মাসতুত ভাই
শুনছি বলে লোকে,
তাই বুঝি রাজ চোরেরা সব
হাঁটছে একই দিকে।
মুখে বলে হাঁটছি আমরা
শান্তি খুঁজবো বলে,
আমজনতা আমরা দেখছি
কোথায় ওরা চলে।
সব কিছু বুঝেও আমরা
কোন জাদুতে বন্দি?
মারছে কিবা কাঁটছে ওরা
করছি তবু সন্ধি।
(Visited ৪ times, ১ visits today)