আজ ৭ ডিসেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত হলো জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পথনাটক স্বপ্নের আকাশে মেঘ নাটকটি নিদের্শনা ও পরিকল্পনায় ছিলেন অনিমেশ সাহা লিটু। অর্থায়ন করেন আই. আর. আই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট)। নাটকটি প্রয়োজনা ও পরিবেশনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল। অন্ধকার ছেড়ে দেখাই আলোর আকাশ এমন স্লোগান নিয়ে করোনা (কোভিট-১৯) ভাইরাস প্রাদুর্ভাবকালীন অনলাইন নির্ভর জীবন যাত্রায় সাইবারক্রাইম বিষয়ক গণসচেতনতামূলক পথনাটক স্বপ্নের আকাশে মেঘ প্রদর্শন করা হয়।
নাটকের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সংস্কৃতিজন এস এম ইকবাল, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, সহকারী রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয় বাহাউদ্দীন গোলাপ, অনিমেশ সাহা লিটুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পথনাটকটি বরিশাল জেলার ১০ টি উপজেলায় প্রদর্শন করা হবে।