মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। রবিবার (০৬ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন এর পক্ষে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত বার্তায় এই নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের নিয়োজিত বিজ্ঞ আইনজীবির সুস্পষ্ট আইনগত মতামত বিবেচনায় নিয়ে উলানিয়া ইউনিয়ন পরিষদ বিভক্তিকরণের বিষয়ে দায়েরকৃত মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৪৩৮৪/২০২০ নিস্পত্তি না হওয়ায় পর্যন্ত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
উলেখ্য, আগামী ১০ই ডিসেম্বর (বৃহস্পতিবার) মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য্য ছিলো।