রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
টানা ৫ ম্যাচ হারের পর চট্টগ্রামে নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজশাহীকে ৩২ রানে হারিয়েছে মাশরাফির কুমিল্লা।। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫২ রান তুলেছিল তারা।। নাজমুল হোসেন শান্ত ৪১ রান করেন।। ইমরুল দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন।।তানভির ১৫ এবং ডেস্কাট ২১ রানে অপরাজিত থাকেন। । জবাবে ১৯ ওভারে ১২০ রানে অল আউট হয় রাজশাহী।। ৪ উইকেট নিয়েছেন সোহেল তানভির।। ৩ উইকেট নেন সাইফুদ্দিন।। রাজশাহীর পক্ষে ৪৩ বলে ৫২ রান করেন মমিনুল।।এছাড়া কেউ দাড়াতে পারেনি।।আর তাতেই ৩২ রানে হারে তারা।। ৫ ম্যাচে রাজশাহীর চতুর্থ হার এটি।।
(Visited ৪ times, ১ visits today)