বুধবার , ২ ডিসেম্বর ২০২০ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালের দুই পৌরসভায় ৭৭ প্রার্থীর মনোনয়ন জমা

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২, ২০২০ ৩:৪৮ পূর্বাহ্ণ

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বরিশালের দুই পৌরসভার নির্বাচনে ২৬টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে দুটি পদের বিপরীতে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮টি পদের বিপরীতে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ছয়টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেন।

 

বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন তিনজন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এসএম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমান। এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকেরগঞ্জ পৌরসভায় ভোটার সংখ্যা ১৫ হাজার ৩০৪ জন।

অন্যদিকে উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমদ্দিন জানান, উজিরপুর পৌরসভায় মনোনয়ন জমা দেয়া তিন মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত গিয়াসউদ্দিন বেপারী, বিএনপির শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী মো. শহিদুল ইসলাম। এখানে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উজিরপুর পৌরসভায় ভোটার সংখ্যা ১১ হাজার ৯০৪ জন।

 

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, আগামী ২৮ ডিসেম্বর এই দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মনোনায়র পত্র যাছাই-বাছাই এবং ১০ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এবার এই দুই পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি