ঢাকাই ছবির প্রিয়মুখ সাবরিনা সুলতানা কেয়ার বাবা আবু তাহের আর নেই।
তিনি আজ (১৮ মার্চ) বেলা ১টার দিকে রাজধানীর গেণ্ডারিয়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না….রাজিউন।
কেয়া জানান, দীর্ঘদিন ধরেই তার বাবা বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। প্রায় দেড় মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল।
কেয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সন্ধ্যায় মরদেহ নিয়ে যাওয়া হবে যশোর শহরে। রবিবার সকালে জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
কেয়ার বাবা পেশায় ছিলেন ব্যবসায়ী। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
(Visited ৫ times, ১ visits today)