শনিবার , ১৮ মার্চ ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

হাসপাতাল থেকে ঘরে ফিরলেন ঊর্মিলা

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ১৮, ২০১৭ ৯:২৪ অপরাহ্ণ

টানা ১০ দিনের হাসপাতাল-জীবন থেকে শুক্রবার (১৭ মার্চ) মুক্ত হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। ফিরেছেন আপন ঘরে, এখন খানিক সুস্থ আছেন। এমনটাই জানিয়েছেন ঊর্মিলা।

ঊর্মিলা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘সুস্থ হয়েছি ঠিক। কিন্তু পুরোপুরি রিকভার করতে আরও কিছুদিন সময় লাগবে। সেজন্য ডাক্তারের প্রেসক্রিশন অনুযায়ী ঔষুধগুলো খেতে হবে। সে সঙ্গে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। তবে আমি আশা করছি সব জরাজীর্ণতা কাটিয়ে খুব শিগগিরই নাটকের কাজে নিয়মিত হতে পারবো।’
তিনি জানান, গেল দশদিন হাসপাতালের বিছানায় শুয়ে অনেকটা অপরাধবোধ কাজ করেছে তার মধ্যে। কারণ এর মাঝে বেশ কজন নির্মাতাকে সিডিউল দিয়ে রেখেছিলেন। সেগুলো সময় অনুযায়ী না করতে পারায় বিপাকে পড়েছিলেন তারা। যে কারণে সবার কাছে ক্ষমাও চেয়েছেন ঊর্মিলা।
তিনি বলেন, ‘অসুস্থতার কারণে অনেকের সিডিউল ফেঁসে যায়। ঠিকঠাক কাজগুলো করতে পারিনি বলে মনের মধ্যে এক ধরণের অশান্তি কাজ করেছে। সবার কাছে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আশা করছি নিয়মিত হয়ে নাটকগুলোর কাজ শেষ করবো। সে সঙ্গে প্রচার চলতি ধারাবাহিকগুলোর বাকি থাকা শুটিংয়েও অংশ নেব।’
উল্লেখ্য, গত ৮ মার্চ ভোরে হঠাৎ শরীরজুড়ে ব্যাথা অনুভব করেন ঊর্মিলা। কিছুক্ষনের মধ্যে ক্রমশ শরীর অবশ হয়ে যায়। সেসময় দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় ঊর্মিলার ঘাড়ের একটি নার্ভ অপেক্ষাকৃত সরু হয়ে যায়। তারই চিকিৎসা চলেছে এতদিন।

(Visited ৩৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি