বঙ্গবন্ধু টি -২০ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাড়িয়েছে ফরচুন বরিশাল । ফর্মে থাকা মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ ইউকেটে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে বরিশাল ।
দলের দারুন জয়ে বরিশালে আনন্দ মােটর শােভাযাত্রা করেছে সমর্থকরা । রাজশাহীর বিপক্ষে বিজয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে মেতে ওঠেন ফরচুন বরিশালের সমর্থকরা ।
শনিবার ( ২৮ নভেম্বর ) রাত ১০ টার দিকে নগরীর বিসিক শিল্প এলাকা থেকে সমর্থকরা একটি মােটর সাইকেল শােযাত্রা বের হয় । শােভা যাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । প্রায় একই সময় ফরচুন বরিশালের আরেক দল সমর্থক নগরীর রূপাতলী থেকে একটি মােটর সাইকেল শােত্রা বের করে । সমর্থকরা নগরীর সদর রােডে উল্লাস করে ।
(Visited ৪ times, ১ visits today)