নিজেস্ব প্রতিবেদক : বরিশালের ২৬ নং ওয়ার্ড জাগুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই পরিবারের ৩ সদ্যসকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২৭নভেম্বর) বিকাল ৫ টায় হাওলাদার বাড়ীর ভিতরে বসে এ হামলা চালানো হয় ।
আহতরা হলো ওই এলাকার মৃত আইনুদ্দীন হাওলাদারের ছেলে মোঃ হাবিবুর রহমান ও তার স্ত্রী রেকছোনা বেগম এবং পুত্র বধূ শারমিন বেগম । শারমিন গর্ভবতী হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আর বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। আহতের স্বজনরা জানান, একই এলাকার বাসিন্দা মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে মাহাবুবের সাথে কয়েক বছর ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল ।
এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ বিরাজমান ছিলো । ঘটনার দিন পূর্ব পরিকল্পনা করে কামালের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহাবুব তার স্ত্রী লিপি বেগম সহ ৩/৪ জন সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে শেবাচিমে প্রেরন করেন । বর্তমানে তারা এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কর্মরত চিকিৎসকরা জানান, জাগুয়া থেকে এক পুরুষ ও এক নারী রোগী আশঙ্কাজনক অবস্থায় সার্জারি বিভাগে ভর্তি হয়েছে। তাদের শরীলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে কতোয়ালী মডেল থানার মামলা করার প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনেরা সাংবাদিকদের আরো জানান ।