‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ শ্লোগান নিয়ে বরিশালে পালিত হলো বঙ্গবন্ধু জাতীয় যুবদিবস।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে যুবাদের সাইকেল র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে বরিশালের ২৫টি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত ‘এলায়েন্স ফর ইযুথ এন্ড ডেভেলপমেন্টের’ আয়োজনে উন্নয়ন সংস্থা রিচ চু আনরীচের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা এবং চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়। সভা শেষে জেলা প্রশাসক যুবাদের চিত্রকর্ম ঘুরে দেখেন।
(Visited ১ times, ১ visits today)