বিকাল ৩টায় উজিরপুর সরকারি ডব্লিউ. বি. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী-পুরুষ কাবাডি দল গোপালগঞ্জ একাদশ বনাম বরিশাল নারী-পুরুষ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের জন নন্দিত উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার (বাচ্চু)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা,প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,
বি.এন.খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব,শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন,বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাড.শহিদুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুল হক হিরুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ খেলা উপভোগ করেন।
তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে গোপালগঞ্জ নারী কাবাডি একাদশ ২৪ পয়েন্ট অর্জন করে বিজয় ছিনিয়ে নেয়।অপরদিকে বরিশাল নারী কাবাডি একাদশ ১৯ পয়েন্ট অর্জন করে।
বরিশাল পুরুষ কাবাডি একাদশ ২৪ পয়েন্ট অর্জন করে বিজয় ছিনিয়ে নেয়। গোপালগঞ্জ পুরুষ একাদশ ১৭ পয়েন্ট অর্জন করে। খেলা উপভোগ করতে উৎসুক জনতার ঢল নামে।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরুস্কার তুলে দেন আগত অতিথিরা।