রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
খুলনাকে থামাতে পারছেনা কেউ।।আজ ঢাকাকে ৯ রানে হারায় খুলনা।। ঢাকর বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খুলনা।। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরির উপর ভর করে ঢাকাকে ১৫৮ রানের টার্গেট দেয় তারা।।রিয়াদ করেন ৬২ রান।।শুভাগত ২৪ ও তাইবুর করেন ২১ রান।।ঢাকার পক্ষে ব্রাভো ২ উইকেট নেন।।জবাবে ব্যাট করতে নেমে ঢাকা সুবিধা করিতে পারেনি।।শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে তারা।।মোসাদ্দেক ৩৫ রান করেন।।মাঝে প্রসন্ন ২২ বলে ৭ টি ৬ এর মাধ্যমে ৫২ রানের ইনিংস খেললেও হার এড়াতে পারেনি ঢাকা।।৯ রানে হারে তারা।।খুলনার পক্ষে মোসারফ ও কুপার ৩ টি করে উইকেট নেন।।
(Visited ৪ times, ১ visits today)