বরিশালে বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টয় বরিশাল বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে বরিশাল জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় এবং ইউনিসেফ এর সহযোগিতায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্থাপিত ৫নং ওয়ার্ড (কাউন্সিলর সড়ক) শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক ও কাউন্সিলর ৫নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন জাহানারা বেগম, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী,
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিশু ও অভিভাবকবৃন্দ, বরিশালের জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান কর্তৃক মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আজ ৩০টি পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়।