ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে পানিতে ডুবে ইয়ামিন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, ঘরের কাজে ব্যস্ত ছিল ইয়ামিনের মা। বাড়ির উঠানে তখন ইয়ামিন খেলাধুলা করছিল। সবার অজান্তে হঠাৎ করে সে বাড়ির পুকুরে পড়ে ডুবে ভেসে উঠলে পরিবারের লোকজন তাঁর মৃতদেহ দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদ।
(Visited ২ times, ১ visits today)