বরিশাল নগরীর কর ভবন এলাকা থেকে রিক্সা যোগে মালামাল নিয়ে কাজের সাইডে রওনা হন কাওসার ও মোঃ শাহীন কিন্তু এক রিক্সাওয়ালা অভিনব কায়দায় তাদের চোখে ফাঁকি দিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায়।
ঐ রিক্সায় প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিল বলে জানান, মোঃ শাহিন। মালামাল নিয়ে নগরীর রুপাতলী বরিশাল র্যাব-৮ অফিসের উদ্দেশ্যে রওনা দেন দোকান থেকে রিক্সায় উঠিয়ে দোকানে আর একটি মাল আনতে গেলে সেই ফাঁকে চলে যান।
এ বিষয়ে খান ট্রেডিং এর মালিক মোঃ মেহেদী হাসান খান জানান, সিসি টিভিতে ভিডিও ফুটেজ আছে এবং ফুটেজ থেকে একটি ছবি ফেসবুকে দেয়া হয়েছে যদি কোন ব্যক্তি এ রিক্সা চালক কে ধরিয়ে দিতে পারেন তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এবং এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হবে বলেও জানান।
(Visited ৩ times, ১ visits today)