রির্পোট -সাজ্জাদ খোশনবীশ.
সিনিয়ার স্টাফ রির্পোটার ও নাগরিক সাংবাদিক.
টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ।
১৭ মার্চ, শুক্রবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটিজেন জার্নালিজম বিষয়ক সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়। ৭টি জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সোস্যাল মিডিয়া সংলাপের সঞ্চলনা করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে টাঙ্গাইল হতে সোস্যাল মিডিয়া সংলাপে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মোঃ শাহ কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মানিক মাহমুদ, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা চেয়ারম্যান খোলশেদ আলম, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ ও টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ সদস্য আমেনা বেগম, আকিবুর রহমান ইকবাল, সাজ্জাদ খোশনবীশ প্রমুখ। এসময় টাঙ্গাইল সহ পাবনা, মুন্সিগঞ্জ, বাগেরহাট, রংপুর, বরিশাল, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সিটিজেন জার্নালিষ্টবৃন্দ ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে তাদের জেলা সমূহের সিটিজেন জার্নালিস্টদের কার্যক্রম তুলে ধরেন।